Tuesday, October 25, 2011

international gateway account creating

আপনারা যে কোনো outsourcing site-এ কাজ করতে চাইলে সেটা যে কোনো site হোক আপনার earn করা অর্থ payout বা cash করার জন্য আপনাকে international gateway-তে account করতে হবে আর সেখান থেকে আপনি আপনারা অর্থ  BANK-এ পাঠিয়ে cash করতে পারেন । international gateway বলতে আমরা payza/payoneer/skrill/paypal/webmoney/bitcoin, etc-কে বুঝে থাকি।ধরুন payoneer/payza-র কথায় বলি এখানে account করতে হলে প্রথমে আমার site-এর উপরে যে payoneer/payza-র banner আছে তাতে click করলে  payoneer/payza-র home page আসবে সেখান থেকে আপনি personal pro account select করে sign up করুন,e-mail দিয়ে verify করুন তার পরে account-এ log in করে প্রথমেmobile verify করুন।এরপরে national id card,bank statement-এর scan copy up load করে submit করে কয়েক দিন অপেক্ষা করুন investigation-এর জন্য।তার পরে দেখবেন আপনার account verify হয়ে গেছে।এভাবে যে banner আছে সব গুলোতে click করে account create করতে পারেন তবে sponsor এর জন্য verify account লাগবে & 1PC থেকে 1 account  করতে হবে সেক্ষেত্রে আমার banner-এclick করলে Auto Referral হয়ে যাবে।  

For Help Call Me @ 01913216463
                                @01717698458

Wednesday, July 20, 2011

PTC Site থেকে আয়

এটা সত্যিই যে আমরা অনলাইন  থেকে আয়ের জন্য অনেক চেষ্টা করি but সফল হয় ৫℅ এরও কম এবং যাদের প্রচুর ধৈর্য আছে তারা। তাই যারা অনলাইন  থেকে আয় করতে চান তারা প্রথমে কিছু PTC Site-এ কাজ করে আয় করতে পারেন যদিও এ সাইট গুলো খুব কম দেয় এবং বেশিরভাগ সাইট গুলো প্রতারনা করে থাকে।মুল কথা এখানে যত রেফারেল বাড়াতে পারবেন আপনার আয় তত বেশী হবে।এমন Site আছে যারা daily দুই তিনটা link দিয়ে থাকে আয়ও চার পাঁচ সেন্ট but আপনি যদি রেফারেল বাড়াতে পারবেন তাহলে আপনি সফল।কাজ করার মত নির্ভর যোগ্য Site  আছে যারা pay করে থাকে আর এভাবে আপনি যদি অনেক গুলো  Site-এ কাজ করেন তাহলে দেখা যাবে সব মিলিয়ে আপনার আয় ভালোই হবে।কাজ করতে হলে আপনাকে Payza/Paypal/ bitcoin/skrill etc. Account লাগবে আর মনে রাখবেন একটা PC থেকে একাধিক Account করবেন না।আমার Site-এ কিছু PTC Site-এর ব্যানার দেয়া আছে এবং আরো দেব সে ব্যানারে Click করে Account Open করুন এতে আমি আপনার  রেফারার হব আর তা না হলে আপনাকে হয় বিক্রি করবে নতুবা Payment দিবেনা।বেশিরভাগ Site 2$-এ Payout, Account করলেই বুঝতে পারবেন।

  

Thursday, May 26, 2011

Microworkers থেকে আয়

ফ্রিল্যান্সিং করে কাজ করার কথা আমরা অনেকেই শুনি কিন্তু সত্যি কথা হচ্ছে নতুন ফ্রিল্যান্সার হতে হলে সফলতা পেতে অনেক ধৈর্য,  অনেক সময় ও কঠোর পরিশ্রম লাগে । কারণ, এসব সাইটে একটি কাজের জন্য অনেকেই বিড/আবেদন করেন। বায়ার শুধুমাত্র এক জনকেই কাজ দিয়ে থাকেন। এজন্য নুতন ফ্রিল্যান্সারদের কাজ পেতে প্রায়ই অনেক অপেক্ষা করতে হয়। অনেকে ধৈর্য হারিয়ে ফ্রিল্যান্সিং ছেড়ে দেন। অবশ্য সঠিক গাইডলাইন ও আন্তরিক প্রচেষ্টা থাকলে এসব সাইটেও সফলতা পাওয়া যায়।  অনেকেই আবার মনে মনে ভাবেন যদি বিড ছাড়াই কাজ পাওয়া যেত তাহলে কাজ পেতে সহজ হতো।  আজকে আপনাদের সামনে এমনই একটি মার্কেটপ্লেস সম্পর্কে বলব, যেখানে কাজ পেতে কোন বিড বা বায়ার রিকুয়েষ্ট করতে হয় না।
যে কোন মূহু্র্তে ফ্রি রেজিস্ট্রেশন করেই কাজ করা যায়। সাইটটির নাম http://www.microworkers.com, এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট। বিশ্বের অনেকেই এ সাইটে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। 

সাইটের কাজগুলো ছোট ছোট ও খুবই সহজ এবং মোবাইল ফোন দিয়েও করা যায় । ডাটা এন্ট্রি/সাইনআপ/এ্যাপস্ ইন্সটল/ লাইক/কমেন্ট  টাইপের কাজ। দৈনিক ১০/২০ ডলার আপনি উপার্জন করতে পারেন  যা নুতন ফ্রিল্যান্সারদের জন্য অনুপ্রেরণার। এখনও কম্পিউটারের বিভিন্ন কোর্সে পরিপূর্ণ skilled  হতে পারেননি, তারা অনলাইন আয়ের জগতে কিছুটা চলা শুরু করতে পারেন। আর এখানে মোটামুটি পরিশ্রম করলেই আপনার সফলতার আসতে পারে এবং মুটামুটি আয়ও করতে পারেন।

নিয়মাবলী:
১.যে কাজ একবার করবেন সেটা আর করতে পারবেন না, তবে প্রতিদিন পাবেন নতুন নতুন অনেক কাজ।

২. প্রতিটি কাজের জন্য দেয়া থাকবে নির্ধারিত সময়, যে সময়ের মধ্যেই আপনার কাজকে শেষ করে প্রুফ দিতে হবে।

৩. আপনার কাজের সফলতা যদি ৭৫% এর নিচে থাকে তবে আপনি ১-৩০ দিনের মধ্যে কোনো কাজ করতে পারবেন না।

৪. প্রথম ৬০দিনে ৪০টা কাজ যদি সঠিকভাবে করতে পারেন এবং আপনার জব সাকসেস রেট যদি ৭৫℅ এর উপরে থাকে তাহলে তখন আপনি kyc ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন এবং ওরা রিভিউ করে এ্যাপ্রুভ করে দিলে আপনি আপনার অর্জিত ডলার ব্যাংক/payoneer/paypal বা অন্য গেটওয়ের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

৫. টাকা উত্তোলনের জন্য ব্যাংক বা বিভিন্ন গেটওয়ের জন্য একটা চার্জ দিতে হয় যা খুবই সামন্য। সর্বনিম্ন ব্যালেন্স যদি ৫ডলার হয় তাহলেই উইথড্রল দিতে পারবেন।

৬. সাইটে যে কাজ করবে সে Worker এবং যে কাজ দিবে তাকে Employer বলা হয়।

৭. এই সাইটে কাজ করতে প্রথমে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য www.microworkers.com এর সাইটে গিয়ে  রেজিষ্ট্রেশন করুন । 

যেভাবে কাজ করতে হয়:
১. প্রথমে লগইন করে সাইটে প্রবেশ করতে হবে।

২. লগইন করলেই অলজব ডিফল্ট সিলেক্ট করা থাকবে, তখন ইচ্ছা করলে কাজের বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক করে কাজ দেখতে পারেন।

৩. নিচে বিভিন্ন কাজের লিস্ট থেকে যে  কাজগুলো আপনি পারেন সেগুলো দেখতে যেকোন একটি কাজের লিংকে ক্লিক করতে হবে।

৪. এ কাজটি আগে কত জন একসেপ্ট করেছে, কাজটি করতে কত সময় লাগবে, কাজটি সঠিকভাবে করতে পারলে কত দেয়া  হবে এবং কতো দিনে ভেতর রিভিউ হবে ইত্যাদি সম্পর্কে শুরুর দিকে বলা থাকে।

৫. কাজটি কিভাবে করতে হবে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা থাকে “What is expected from Workers?/Task Instruction” অংশে। মূলত এখানে কাজের বিস্তারিত বর্ননা করা আছে, যা ভালভাবে বুঝে কাজটি শেষ  করতে পারবে এরকম মনে হলে I accept this job/accept and start লেখা অপশনে ক্লিক এর মাধ্যমে কাজটি নিতে হবে। I accept this job এখানে ক্লিক করলে একটি ঘর পাওয়া যায় যেখান কাজের সত্যতার প্রমান submit  করতে হয়। আর এই সত্যতার প্রমান দিতে হবে Employer এর নির্দেশ অনুযায়ী, যা সে বলে দিয়েছে Required proof that task was finished? এই part-এ। কাজটি যদি করা সম্ভব না হয় তাহলে Not interested in this job ক্লিক করে বের হয়ে আসতে হবে।

১. Signup: এ কাজটি অত্যন্ত সহজ একটি কাজ। এখানে একটি সাইটের ঠিকানা বা ফেসবুক বা ইউটিউব বা জিমেইল  ইত্যাদি  দেয়া থাকবে সেখানে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

২. Twitter/Instagram: টুইটারে অথবা ইনস্টাগ্রামে যদি আপনার একটি একাউন্ট থাকে তবে আপনি এক্ষেত্রে কাজ করতে পারবেন। হতে পারে আপনার টুইটার পেজে একটি রিভিউ লিখতে হবে । পাশাপাশি তাদের একটি লিংকও রিভিউ এর মধ্যে দিতে হতে পারে। তবে সবটাই নির্ভর করবে Employer এর চাহিদার ওপর।

৩. নিজের ব্লগ বা ওয়েবসাইট : নিজের যদি একটি নিজস্ব ওয়েব সাইট থাকে এবং নিজে যদি নির্দিষ্ট বিষয়ের ওপর article লেখার জন্য যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তবে আপনি এ কাজটি খুব সহজেই করতে পারবেন। আর একটি সাধারণত ৫০ শব্দের আর্টিকেল লিখে পেতে পারেন $0.25 – $3.50 ডলার।

৪. Mobile Apps Install: এখানে একটা সাইটের ঠিকানা দেয়া থাকবে সেখান থেকে একটা apps download করে আপনার মোবাইলে install করে open & sign-up করতে হবে প্রমাণ হিসাবে ভিডিও প্রুফ বা স্ক্রীন শর্ট দিতে হবে।  কাজটির জন্য ৩.৫০$ থেকে .৫০$থাকে।

৫. ফোরাম: এক্ষেত্রে একটি ফোরাম সাইট খুঁজে বের করতে হবে। তবে সাইটের বিষয়বস্তু অবশ্যই Employer বলে দিবে। এই সাইটে রেজিষ্ট্রেশন করে তাদের একটি লিংক Signature হিসেবে ব্যবহার করতে হবে। পাশাপাশি কিছু কমেন্টও লিখতে হতে পারে।

এছাড়াও লিড, ট্রান্সলেশন, সার্ভে, রিভিউ, লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন, ফলো ইত্যাদি অনেক কাজ আছে যা চায়লেই করা যায়। 
পরামর্শ:
১. একটি পিসি থেকে একটি একাউন্টের বেশি করা যাবে না তাতে আপনাকে ব্লক করতে পারে।

২. কখনো আপনার একটানা ২/৪টা কাজের সাকসেস রেট যদি ৭৫% এর নিচে নেমে গেলে দুই-চার দিন অপেক্ষা করে আবার চেষ্টা করা করতে হবে।

৩. ইন্টারনেটের আইপির ক্ষেত্রে সতর্ক থাকা উচিৎ। 

উল্লেখিত বিষয়গুলো ভালভাবে বিবেচনা করে যদি কাজ শুরু করা হয় তবে অবশ্যই একটা ভাল ফলাফল আশা করা যায়।
তাহলে এখনই রেজিষ্ট্রেশন করতে  http://microworkers.com এন্টার করুন। কিছুক্ষনের মধ্যেই আপনি পৌঁছে যাবেন মাইক্রোওয়ার্কাস সাইটটিতে। সাইটটি কিছুক্ষনের জন্য দেখুন। প্রথমেই আপনার চোখে পড়বে একটা সাধারণ সাইট। সাইটটি ভালো করে অবজার্ভ করুন এবং বুঝতে চেষ্টা করুন। সাইটটিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে।
১) Employers যার অর্থ  হচ্ছে post a micro job:
নাম শুনেই বুঝা যায়  এটার কাজ কি?  আপনি নিজেই এখানে অনলাইন মার্কেটিংয়ের যে কোন কাজ দিতে পারবেন যা এই সাইটের ওয়ার্কাসরা সম্পন্ন করবে।
২) Workers যার যার অর্থ  হচ্ছে get paid to do micro jobs: অর্থাৎ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে টাকা আয় করুন। আমাদের মূল লক্ষ হচ্ছে এটি।
সাইটটিতে registration  করা একদম সহজ। যারা ফেসবুকে একাউন্ট করতে পারেন ঠিক তেমনই।
মাইক্রোওয়ার্কাসের ওপেন করা পেজটির উপরের ব্যানারের নিচে মাঝখান থেকে Register বাটনটিতে ক্লিক করুন। এখানে registration  একদম ফ্রি ।
পরের পেজটিতে আপনার একাউন্ট তথ্য দেন। প্রথম ঘরে আপনার পুরো নাম দিন ন্যাশনাল কার্ডের বা ভ্যালিড কোনো আইডি/লাইসেন্স/পাসপোর্ট অনুযায়ী । ই-মেইল-এর ঘরে আপনার ইমেইল এড্রেস দিন। তারপরের ঘরে সাইটটির জন্য একটি পাসওয়ার্ড দিন অবশ্যই আপনার ইমেইল পাসওয়ার্ডের চেয়ে ভিন্ন পাসওয়ার্ড দিবেন। তারপর কান্ট্রি অব রেসিডেন্স ঘরে বাংলাদেশ সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।

পরের পেজটি একটি কনফার্মেশন পেজ এখানে লেখা আছে যে আপনার ইমেইল একাউন্টে একটি ভেরিফিকেশন url পাঠানো হয়েছে ইমেইল ভেরিফিকেশনের জন্য। আপনি যদি ইমেইলটি না পেয়ে থাকেন তাহলে স্পাম অথবা বাল্ক ফল্ডারে খুঁজে দেখুন।

ইমেইল open করুন। দেখুন Click Here এর নিচে একটি লিংক দেওয়া আছে। লিংকটিতে ক্লিক করুন। এখন আপনার একাউন্ট হয়ে গেছে। দেখুন সাইটের উপরের ব্যানারের নিচের দিকে কিছু তথ্য আছে। বামদিকে পর্যায়ক্রমে আপনার নাম, ইমেইল এ্যাড্রেস এবং আপনার আয়ের ব্যালেন্স দেখাচ্ছে। আর ডানদিকের তথ্যগুলোর অর্থ বুঝার চেষ্টা করুন।

এখানে কিছু করার পূর্বে সাইটটির মেনুবার থেকে My Account মেনুটিতে ক্লিক করুন। ওপেন হওয়া পেজটিও দুটি ভাগে ভাগ করা। বাম পাশে কন্টাক্ট ডিটেইলস এবং ডানদিকে ইমেইল এ্যাড্রেস এবং পাসওয়ার্ড আছে। এবং তার নিচে লাল রংয়ে লেখা আছে Address not yet submitted এবং কন্টাক্ট ডিটেইলসের ঘরে শুধু নাম এবং দেশের নাম আছে। বাকি তথ্য দেয়ার জন্য লাল রংয়ের লেখার পাশে Edit Address লেখা লিংকে ক্লিক করুন। পরের পেজটি address এডিট করার পেজ। এখানে আপনার পুরো সঠিক ঠিকানা দিন।
এখন আপনার একাউন্ট রেডি হয়ে গেছে। এবার তাই কাজ শুরু করতে পারেন।
jobs: সাইটটির আউটলুকিং সাধারন মানের। আপনি এর সবকিছু সহজেই বুঝতে পারবেন। অনলাইন আর্নিংয়ে একদম নতুন যারা তারাও এখানে কাজ করতে পারে শুধুমাত্র এর সহজ উপস্থাপনার জন্য। কাজ শুরু করার জন্য jobs মেনুটিতে ক্লিক করুন। এখানে বর্তমানে চলতে থাকা আর আপনার জন্য প্রযোজ্য কাজের একটা লিস্ট আছে।
এই পেজটির প্রথম দিকে বর্তমানে কতটি কাজ আছে তা দেখাচ্ছে। ডান কলামের ছবিটিতে দেখুন ৬১টি কাজ রানিং আছে বলা আছে। তার নিচে একটা সাবধান বানী আছে যে, আপনি শুধু সেই কাজগুলোই একসেপ্ট করবেন যে কাজ গুলি করা আপনার পক্ষে সম্ভব। এই সাইটে কাজের দুইটি ফলাফল পাওয়া যায়। হয় কাজটিতে সফল হবেন অথবা  কাজটি ভুল হবে। কাজটি সঠিক ভাবে সম্পন্ন হলে বায়ার সেটিসফাইড মার্ক দিবে আর আপনার একাউন্টে কাজের পারিশ্রমিক যোগ হবে। আপনার কাজটি সঠিক না হলে বায়ার আনসেটিসফাইড মার্ক দিবে। আনসেটিসফাই মার্ক কে আমি বলি লাল কার্ড। তাই আপনি বুঝে শুনে কাজ করবেন। শুধু মাত্র যেসকল কাজ আপনি পারবেন সে গুলিই করবেন। আর এই সাইটথেকে আর্নিয়ের যে ধারনাটি দিলাম তার লক্ষ মাত্রায় পৌঁছার জন্য আপনাকে সব কাজ করার প্রয়োজন হবে না। আজকে আমার লিস্টে আছে ৬১টি কাজ। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৯০+ কাজ থাকে এখানে। কাজের রেট গুলি $০.১০ থেকে শুরু করে $৩.৫০+ থাকে। এখানে মনদিয়ে কাজ করলে দৈনিক ১০$ থেকে ২০$ আয়করা কোনো ব্যাপারই না।
সাবধানতা বানীটির নিচে তিনটি বাটন আছে। প্রথমটি হচ্ছে most paying এই বাটনটিতে ক্লিক করলে যে কাজগুলির পারিশ্রমিক বেশী সেই অনুযায়ী লিস্টটি সিরিয়াল করা হয়। পরের বাটনটি latest এই বাটনে ক্লিক করলে নতুন আসা কাজ গুলি লিস্টের উপরের দিকে থাকবে। পরের বাটনটি হচ্ছে rating এই বাটনে ক্লিক করলে যে কাজগুলির রেটিং বেশী সেই কাজগুলি লিস্টের উপরের দিকে অবস্থান করবে। ডিফল্ট অবস্থায় latest সিলেক্ট করা থাকে। আপনারা আগ্রহী হলে পরে আরো বিস্তারিত আলোচনা করা হবে।
ধন্যবাদ।

Sunday, May 22, 2011

earn from chat

 chat করে থাকেন তাদেরকে এমন একটি সাইটের কথা বলব, যেখানে free registration করে chat করলে কিছু আয় হয়ে থাকে।তাহলে উপরের Birejji এ্যাডে ক্লিক করে registration করে, chatশুরু করুন। সাইটে প্রবেশ করলেই বিস্তারিত জানতে পারবেন।

Friday, May 20, 2011

অ্যাডব্রাইটঃ ওয়েব থেকে আয়ের এক নতুন সেবা

যারা নিজেরা ওয়েবসাইট তৈরী করেন বা নিজের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট আছে, তারা এখন নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে আয়ের এক ভিন্নধর্মী পথ বেছে নিতে পারেন। ইন্টারনেটে এমন কিছু কোম্পানী আছে যারা আপনার সাইটে বিজ্ঞাপণ সরবরাহ করার বিপরীতে আপনাকে তাদের লাভের একটা অংশ দিবে। হাজারো ওয়েবসাইটের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ও জনপ্রিয় সার্ভিস হচ্ছে গুগল অ্যাডসেন্স। এই সার্ভিসটি গুগল অনেক আগে থেকেই দিয়ে আসছে এবং অনেকেই এটি ইতোমধ্যেই নিজেদের সাইটে ব্যবহার করে আয়-উপার্জনও করেছেন। একই সেবা প্রদান করার মত হাজারো কোম্পানী থাকা সত্ত্বেও গুগলকে টেক্কা দিতে পারেনি কেউ। কিন্তু সম্প্রতি অ্যাডব্রাইট নামক নতুন একটি কোম্পানী তাদের কার্যক্রম শুরু করেছে যা অল্পকিছুদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে এর অসাধারণ কিছু ফীচারের কারণে। আসুন, নতুন এই সেবা সম্বন্ধে খুঁটিনাটি জেনে নেয়া যাক।

অ্যাডব্রাইট মূলতঃ

বিজ্ঞাপণ গ্রহণ ও প্রদানকারী একটি কোম্পানী। গুগল অ্যাডওয়ার্ড ও গুগল অ্যাডসেন্সের সম্মিলিত রূপই হচ্ছে অ্যাডব্রাইট। পার্থক্য শুধু এই যে, একটি গুগলের এবং অন্যটি অ্যাডব্রাইটের। অ্যাডব্রাইটের সেবার আওতায় যে কোন ওয়েবমাস্টার (যিনি ওয়েবসাইট own করেন) নিজের ওয়েবসাইটে অ্যাডব্রাইটের নেটওয়ার্ক থেকে সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপণ প্রদানের মাধ্যমে টাকা আয় করতে পারেন। অ্যাডসেন্সের মতই অ্যাডব্রাইটও ইউ.এস ডলারে চেকের মাধ্যমে টাকা প্রদান করে থাকে। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য নিম্নরূপঃ

ইনলাইন অ্যাডসঃ

আপনার সাইটে ইনলাইন অ্যাডস নামক এই ফীচারটি সংযুক্ত করে আপনি পেতে পারেন আরো বেশি ইউনিক ক্লিক যা আপনার আয়ের পরিমাণকে আরো বেশি বাড়িয়ে দিবে। ইনলাইন অ্যাডস আপনার সাইটের পুরো কন্টেন্টব্যাপী বিজ্ঞাপণ প্রদর্শনের এক ভিন্ন ও আকর্ষণীয় উপায়। আপনার সাইটের টেক্সটের মধ্যে যে শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপণ অ্যাডব্রাইট নেটওয়ার্কে আছে, সেই শব্দটি আন্ডারলাইন হয়ে যাবে এবং ব্যবহারকারী যখন ঐ শব্দের উপর কার্সর রাখবেন তখন হোভার বাটনের মত ঐ বিষয়ক বিজ্ঞাপণটি প্রদর্শিত হবে। যদি ইউজার ক্লিক করেন, তাহলে তিনি ঐ বিজ্ঞাপণ সংশ্লিষ্ট পৃষ্ঠায় চলে যাবেন। ইনলাইন অ্যাডস থেকে আপনি কস্ট-পার-ক্লিক বা প্রতি ক্লিকের বিনিময়েই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। ইনলাইন অ্যাডস একটিভেট করতে আপনার পেজের যেকোন একটি ইউনিট সিলেকশনের সময় ইনলাইন অ্যাডস ফীচারটি চেক্ড্ রাখুন (বাই ডিফল্ট এটি চেক্ড্-ই থাকে)। ইনলাইন অ্যাডস আপনার সাইটে কিছুটা দৃষ্টিকটু করে ফেলতে পারে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে ভেবে নিন।

ফুল পেজ অ্যাডসঃ

ফুল পেজ অ্যাডস হচ্ছে অ্যাডব্রাইটের সবচেয়ে আকর্ষণীয় একটি বিজ্ঞাপণ পন্থা! এটি আপনার পেজে অ্যাক্টিভেট করলে প্রত্যেকটি বা বেশকিছু ব্যবহারকারী যখন আপনার পেজ ভিজিট করবেন, তখন শুরুর দিকে অথবা হঠাৎ আপনার সমগ্র পেজব্যাপী একটি বিজ্ঞাপণ প্রদর্শিত হবে এভাবে "Your page Title" is brought to you today by "Advertiser's name" । তখন ঐ বিজ্ঞাপণ প্রদানকারী প্রতিষ্ঠানের বৈশিষ্টসমূহ সবই ঐ এক পৃষ্ঠায় বর্ণিত থাকবে। ব্যবহারকারী যদি আগ্রহী হয় এবং ঐ সাইটটি ব্যবহার করে, তাহলেই আপনার লাভ। আপনি আপনার পেজে এই সিস্টেমটি ব্যবহার করতে পারেন কারণ এটি আপনার সাইটকে দৃষ্টিকটু করে না। আর হ্যাঁ, ফুল পেজ অ্যাডেস ক্ষেত্রে উপরেই স্কিপ দিস অ্যাড নামক একটি বাটন থাকে যেখানে ক্লিক করে ব্যবহারকারী পুনরায় আপনার সাইটের কন্টেন্ট দেখতে পাবেন।

যেভাবে অ্যাডব্রাইটের সদস্য হবেন ও অ্যাডব্রাইট ব্যবহার করবেনঃ

অ্যাডব্রাইটের সদস্য হওয়া বা সাইটে ব্যবহার করা একেবারেই সহজ একটি প্রক্রিয়া। যারা গুগল অ্যাডসেন্স ব্যবহার করেছেন, তাদের নতুন করে কিছুই শিখবার নেই। তারপরও আসুন পুরো প্রক্রিয়াটি একবার দেখে নেয়া যাক।
প্রথমে www.adbrite.com থেকে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করতে সাইন আপ বাটন ব্যবহার করুন। ফরমটি সঠিকভাবে আপনি যেখানে থাকেন অর্থাৎ আপনার বাসার ঠিকানা দিয়ে পূরণ করুন। ইউজার নেম ও পাসওয়ার্ড মনে রাখুন। ভ্যালিড ই-মেইল অ্যাড্রেস প্রদান করুন। Make checks payable to এর ঘরে যার নামে চেক পেতে চান তার নাম সতর্কতার সাথে লিখুন। ফরম পূরণ হয়ে গেলে সাবমিট প্রেস করুন।
রেজিষ্ট্রেশন হয়ে যাবার পর যে কোন সময় অ্যাডব্রাইটের সাইটে সাইন ইন করতে পারেন। সাইন ইন করার পর উপরের লিংক বার থেকে ফর পাবলিশার্স বাটনটি প্রেস করুন। মনে রাখবেন, অ্যাডব্রাইটে রেজিস্ট্রেশন করবার পর আপনি অ্যাডব্রাইটের একজন পাবলিশার বা প্রকাশক হিসেবে গণ্য হবেন।

অ্যাডব্রাইট ব্যবহার করাঃ

ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট নিউ জোন এ ক্লিক করুন। প্রথমে আপনাকে অ্যাড প্রেফারেন্স পেজে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনার পছন্দমত অপশন বাছাই অথবা বাতিল করুন। এরপর নিচের লাল বাটনটি প্রেস করুন। এ পর্যায়ে আপনার কাছে আপনার সাইটের ঠিকানা, কী ধরণের সাইট অর্থাৎ, সাইটের ক্যাটাগরি ইত্যাদি তথ্য জানতে চাওয়া হবে। সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন। তারপর আপনার অ্যাড জোন বা অ্যাড ইউনিট (গুগল অ্যাডসেন্সের ভাষায়) সংক্রান্ত প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। যেমন, কী সাইজের অ্যাড জোন ব্যবহার করবেন, রং কী ধরণের হবে, সাইটের কোথায় বিজ্ঞাপণটি প্রদর্শন করবেন ইত্যাদি। সবশেষে সাবমিট প্রেস করলে পেয়ে যাবেন আপনার জাভাস্ক্রিপ্ট কোডটি। আপনার সাইটের যেখানে আপনি বিজ্ঞাপণ প্রদর্শন করতে চান, সেখানে কোডটি পেস্ট করুন। পেস্ট করার পর বিজ্ঞাপণ প্রদর্শনের জন্য অ্যাডব্রাইট সর্বোচ্চ তিন ঘন্টা নিতে পারে। তিন ঘন্টা পর আপনার সাইটের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপণ দেখতে পাবেন আপনার সাইটে।
তবে প্রথমদিকে খুব একটা মিল নাও থাকতে পারে, কারণ অ্যাডব্রাইট একটি নতুন বিজ্ঞাপণদাতা প্রতিষ্ঠান। তাদের নেটওয়ার্কে আপনার সাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপণ নাও থাকতে পারে। তবে নিশ্চিন্তে ব্যবহার করুন অ্যাডব্রাইটের সেবা। কারণ যেভাবে অ্যাডব্রাইটের শাখা বিস্তার হচ্ছে, খুব অল্পদিনেই এটি অ্যাডসেন্সকেও ছাড়িয়ে যেতে পারে। অ্যাডব্রাইট ব্যবহার হচ্ছে ইয়াহু!, ইবেয়, ডিগ, ওমেন্স ডে এর মত বিখ্যাত সব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। নিউ ইয়র্ক টাইমসের মত পত্রিকাতেও অ্যাডব্রাইট ব্যবহার করার পরামর্শ দিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনেক আগেই।

লক্ষ্যণীয় বিষয়ঃ

গুগল অ্যাডসেন্সের মত অ্যাডব্রাইটেরও রয়েছে ক্লিক ফ্রড ধরবার জন্য আলাদা ডিপার্টমেন্ট। তাই নিজের সাইটের বিজ্ঞাপণে নিজেই ক্লিক করবেন না, বা অপরকে ক্লিক করতে উৎসাহিত করবেন না। একই সাইটে খুব বেশি বিজ্ঞাপণ প্রদর্শন করবেন না। এতে আপনার সাইট দৃষ্টিকটু হয়ে যেতে পারে। একটি ওয়েবসাইট দেখতে দৃষ্টিকটু হলে এর ব্যবহারকারীগণ দ্বিতীয়বার ঐ সাইটে আসতে উৎসাহিত বোধ নাও করতে পারেন। মনে রাখবেন, আপনার ওয়েবসাইটে আয় হবে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের ভিজিটরদের দ্বারাই। তাই আপনার ওয়েবসাইট যেন ইউজারফ্রেন্ডলী হয়, এবং আকর্ষণীয়, দৃষ্টিনন্দন হয়, এজন্য আপনার সর্বক্ষণ প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে।
তো আর দেরী কেন? আপনার সাইটে অ্যাডব্রাইট বসিয়ে আজই আয় করা শুরু করুন একসাথে গুগল অ্যাডসেন্স ও অ্যাডব্রাইটের মাধ্যমে।

অ্যাডসেন্স এর আয় ডেস্কটপ থেকেই দেখে নিন

ওয়েব মাস্টারদের জন্য একটা বড় সুখবর। এখন থেকে অ্যাডসেন্স একাউন্ট এ বার বার লগিন ছাড়াই দেখে নিন অ্যাকাউন্টের স্টটাস। নতুনদের জন্য বলেবা যে, অ্যাডসেন্স একটি এডভার্টাইজিং প্রোগাম যা ওয়েব মাস্টাররা তাদের হোস্টিং এর টাকা উঠানোর জন্য বা কেউ প্রোফেশনালী এটা করে থাকে। ওয়েব মাস্টারদের প্রতিদিনের রোজগার দেখার জন্য গুগলের অ্যাকান্টে বার বার ব্রাউজ এবং লগিন করে এটা চেক করতে হয়। যা বিরক্তিকর ও সময়ের ব্যাপার। আপনি চাইলে একন থেকে এটি আপনার ডেস্কটপ থেকে চেক করতে পারেন। কোন প্রকার ব্রাউজিং এ লগিন ছাড়া। আপনাকে শুধু প্রথমবার কনফিগারেশন করে নিতে হবে। অ্যাডসেন্সার ওয়াচার এমন একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে এই কাজটি সহজে করতে পারেন। এটি মাল্টি অ্যাকাউন্ট সার্পোট করে। কবে ফ্রি ভার্সন এ একটি অ্যাকাউন্ট সার্পোট করে। প্রিমিয়াম ভার্সনে ৫ টিরও বেশি অ্যাকাউন্ট সার্পোট করে। এটি প্রতি ৫ মিনিট পরপর সয়ংক্রিয় ভাবে আপডেট করেব। আপনি চাইলে এই সময় পরিবর্তন করতে পারবেন। তবে যারা অ্যাডসেন্স ব্যবহার করে টাকা রোজগার করছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে অ্যডসেন্স অ্যাকাউন্ট এ একটু কম লগিন করাই ভালো। বারবার বা ঘনঘন লগিন করলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।