ওয়েব মাস্টারদের জন্য একটা বড় সুখবর। এখন থেকে অ্যাডসেন্স একাউন্ট এ বার বার লগিন ছাড়াই দেখে নিন অ্যাকাউন্টের স্টটাস। নতুনদের জন্য বলেবা যে, অ্যাডসেন্স একটি এডভার্টাইজিং প্রোগাম যা ওয়েব মাস্টাররা তাদের হোস্টিং এর টাকা উঠানোর জন্য বা কেউ প্রোফেশনালী এটা করে থাকে। ওয়েব মাস্টারদের প্রতিদিনের রোজগার দেখার জন্য গুগলের অ্যাকান্টে বার বার ব্রাউজ এবং লগিন করে এটা চেক করতে হয়। যা বিরক্তিকর ও সময়ের ব্যাপার। আপনি চাইলে একন থেকে এটি আপনার ডেস্কটপ থেকে চেক করতে পারেন। কোন প্রকার ব্রাউজিং এ লগিন ছাড়া। আপনাকে শুধু প্রথমবার কনফিগারেশন করে নিতে হবে। অ্যাডসেন্সার ওয়াচার এমন একটি সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে এই কাজটি সহজে করতে পারেন। এটি মাল্টি অ্যাকাউন্ট সার্পোট করে। কবে ফ্রি ভার্সন এ একটি অ্যাকাউন্ট সার্পোট করে। প্রিমিয়াম ভার্সনে ৫ টিরও বেশি অ্যাকাউন্ট সার্পোট করে। এটি প্রতি ৫ মিনিট পরপর সয়ংক্রিয় ভাবে আপডেট করেব। আপনি চাইলে এই সময় পরিবর্তন করতে পারবেন। তবে যারা অ্যাডসেন্স ব্যবহার করে টাকা রোজগার করছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে অ্যডসেন্স অ্যাকাউন্ট এ একটু কম লগিন করাই ভালো। বারবার বা ঘনঘন লগিন করলে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।
No comments:
Post a Comment